আঁখির দেয়ালে ঝুলে থাকা পুরাতন স্বপ্ন
সুদূর অতীতে ফেলে আসা বেদনার লগ্ন,
নিয়ে ব্যস্ততার মানে ব্যর্থতার চর্চা ।
পাঠের অযোগ্য পত্রগুলো ফেলে দাও
পথের ওপাশে ।
বাধ্যতামূলক হাসি যেনো প্রশ্রয় না পায়
ওই পুণ্যময় দুই ঠোঁটে ।
আহত স্মৃতির মাঝে করো না কো প্রীতির সন্ধান
অটুট থাকুক, নিখুঁত আত্মসম্মান।
ব্যর্থতার বংশবৃদ্ধি হলে
পুরোটা অন্তর চলে যাবে তাদের দখলে !