বুকের পকেটে অগ্নিখণ্ড
পদদ্বয় ধাবমান, লক্ষ্যবস্তুর অভিমুখে।
বন্ধুর ঘরের এক কোণে আগুন লাগিয়ে
জ্বালিয়ে পুড়িয়ে দেবে চার কোণ।
নিকটতম দূরত্বে যে নিজের হৃদপিণ্ড আছে
সে কথা ভাবেনি একটি বারও;
ওই হৃদপিণ্ডের বর্তমান নাম
অগ্নিদগ্ধ কালো ছাইপিণ্ড…


হিংসা নয়, ঈর্ষা নয়
আগুনের ব্যবহার যেন হয়-
শীতের সময়ে উত্তাপ বিলাতে
আর,
আঁধার ভুবনে আলো ছড়াতে।