জীবন দিয়েছ, ভুবন দিয়েছ
দিয়েছ পরিবার পরিজন।
ধন মানে ধন্য করেছ, নয়ন দুটি আলোয় ভরেছ।
আমি তবু, তোমায় প্রভু রেখেছি বহু দূরে।
নিজের জন্য সকল পণ্য-
কত পোশাক, কত সোনা, কত হীরার গহনা...
তোমার জন্য কোন কিছু কোনদিনই হয়নি কেনা!
আজ আমার যাবার বেলায়
খুঁজি সহযাত্রী;
চারদিকে দেখি শুধু চারটি শূন্য।
পৃথিবীতে এসেছিলাম তোমার নির্দেশে
তুমি ছিলে প্রথমে তুমিই পরিশেষে!