মনে পড়ে
একদিন এক চৈত্রের দুপুরে,
চাতকের মতো জল চেয়ে চেয়ে
বুকটা যখন তপ্ত মরুভূমি,
ঠিক তখনই তুমি
শীতল সলিল হয়ে প্রবাহিত হয়েছিলে
আমার অন্তর অববাহিকায় ।
সে দিন,
হৃদয়ের ঘাটে শূন্য তরীটিি পূর্ণ করি-
তোমার পরম প্রেমে ।


যে ঈশ্বরের ইশারায় তৈরি হই
বৈরী তাপের বেদনা সয়ে যেতে ।
তাঁকে যেমন করে চিনেছি আমি
তেমন করেই চিনবো চিরকাল ।