ভোর বেলাতে দোর খুলে দে
রক্তভেজা একুশ আজ,
ফিরে এসেছে!
প্রভাতফেরির গানে গানে
সে মহিমার ছন্দ আনে।
অম্বরের নীল অঙ্গে লিখি
প্রাণের বর্ণমালা।
একুশ তুমি অমর হয়ে
একুশ তুমি যাচ্ছ কয়ে,
বাংলা ভাষার আত্মকথা।
ভোর বেলাতে দোর খুলে দে
রক্তভেজা একুশ আজ,
ফিরে এসেছে!
প্রভাতফেরির গানে গানে
সে মহিমার ছন্দ আনে।
অম্বরের নীল অঙ্গে লিখি
প্রাণের বর্ণমালা।
একুশ তুমি অমর হয়ে
একুশ তুমি যাচ্ছ কয়ে,
বাংলা ভাষার আত্মকথা।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৫২টি মন্তব্য এসেছে।
চারুলতা কবি কে জন্মদিনের সহস্র শুভেচ্ছা।
চারুলতা কবি দীর্ঘজীবি হোন।
আজ মার্চের ১২ তারিখ। কবি শাহানারা মশিউর-এর জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভ কামনা চারুলতা কবি শাহানারা মশিউর। সুন্দর ও সুস্থ থাকুন সব সময়।
দারুণ অসামান্য একুশের অনুভব।
অসাধারণ কাব্যিকতা ও উদ্দীপ্ত ভাবনা।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় প্রবুদ্ধ কবি।
ভালো থাকুন সতত কামনা করি।
খুব সুন্দর। আগামী বছর চেষ্টা করবো একুশে ঢাকায় যেতে। শুভেচ্ছা।🌹
অসম্ভব সুন্দর একটি কবিতা রচনা করে উপহার দিলেন প্রিয় কবি। শুভদুপুর। ভাল থাকবেন সতত দোয়া রইল অফুরন্ত।।
মহিমান্বিত একুশে ফেব্রুয়ারি দোলা দিয়ে যায় মনে প্রাণে। সুন্দর ভাবনায় চমৎকার প্রকাশ।
সতত শুভকামনা কবি।
আজ ২০ ফাল্গুন ১৪২৮
দেশাত্মবোধক যুগল কবিতা,"ভাষার দিবস"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
· tfJu689m5spt1 nfnfsrmow2d ·
ড. শাহানারা মশিউর
ভোর বেলাতে দোর খুলে দে
রক্তভেজা একুশ আজ,
ফিরে এসেছে!
প্রভাতফেরির গানে গানে
সে মহিমার ছন্দ আনে।
অম্বরের নীল অঙ্গে লিখি
প্রাণের বর্ণমালা।
একুশ তুমি অমর হয়ে
একুশ তুমি যাচ্ছ কয়ে,
বাংলা ভাষার আত্মকথা।
সঞ্জয় কর্মকার
বঙ্গ ভূমি বীরের ভূমি সাম্যতার ওই দেশ
নাই বেদনা নাই কো জরা নাইকো শতেক ক্লেশ।
এ দেশ রণের এ দেশ পণের ভাষার তরে রণ
তর্জনীর ঐ অগ্নি শিখায় মুজিব তার ঐ পণ?
বাতাস এ দেশ বার্তা তাহার সালাম রফিক ভাই
রক্তে তাদের এ দেশ স্নাত শ্রেষ্ট এ দেশ তাই।
ভাষার তরে জীবন বাজি কোন দেশে কে বলো
বীর সে দলে ভাষার তরে বুলেট বুকে নিলো!
এ দেশ বীরের ছিনিয়ে নেওয়া নয় কো দয়ার দান
ভাষার দিবস বিশ্ব জনায় বাংলারে দেয় মান।
ধন্যবাদ আর শুভকামনা রইল প্রিয় কবি।
একুশে ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় এক চিরস্মরণীয় দিন।বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সকল ভাষা শহীদের প্রতি।
অপূর্ব সুন্দর স্বপ্নের দিন
তোমার আমার সবার স্মরনের দিন।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
একুশের আত্মত্যাগ অভুলনীয় হে প্রিয় কবি,,
শহীদের প্রতি বেদনায় অতুলনীয় প্রকাশ খুব ভালো লাগল...।
ভালো থাকুন , ভালো রাখুন......।
মনোমুগ্ধকর দেশাত্মবোধক কবিতা।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
বঙ্গ ভূমি বীরের ভূমি সাম্যতার ওই দেশ
নাই বেদনা নাই কো জরা নাইকো শতেক ক্লেশ।
এ দেশ রণের এ দেশ পণের ভাষার তরে রণ
তর্জনীর ঐ অগ্নি শিখায় মুজিব তার ঐ পণ?
বাতাস এ দেশ বার্তা তাহার সালাম রফিক ভাই
রক্তে তাদের এ দেশ স্নাত শ্রেষ্ট এ দেশ তাই।
ভাষার তরে জীবন বাজি কোন দেশে কে বলো
বীর সে দলে ভাষার তরে বুলেট বুকে নিলো!
এ দেশ বীরের ছিনিয়ে নেওয়া নয় কো দয়ার দান
ভাষার দিবস বিশ্ব জনায় বাংলারে দেয় মান।
অনুপম লিখেছেন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।
অতুলণীয় শ্রদ্ধার নৈবেদ্য প্রিয় কবি!
রক্তভেজা একুশ বলে বাংলা ভাষার আত্মকথা
একুশ বলে গায় মায়ের গান
একুশ জাগায় ভায়ের রক্তের চেতনা
একুশই তাই চির অম্লান।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম প্রিয় কবির পাতায়।
একুশে ফেব্রুয়ারি স্মরণে দারুণ আবেগঘন দেশাত্মবোধক কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় ॥
অসাধারণ দেশাত্ববোদক কবিতা খুবই ভালো লাগলো ধন্যবাদ।
অনুপম ভাবনার বেশ দারুণ একটি দেশাত্মবোধক কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। শুভ কামনা অবিরাম ।। শুভ রাত্রি
আলোকিত মাতৃবন্দনা...
মনে আনে মাতৃভাষার সংবেদনা...
যূথিকা***
অসাধারণ সুন্দর ভাবনার অনন্য কাব্যিক প্রণয়ন, মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
সুন্দর অনুভবে চমৎকার উপস্থাপন। গভীর শ্রদ্ধা জানাই বীর শহীদের।শুভকামনা রইল কবি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনন্য একুশের কবিতা।
একুশের রক্তিম শুভেচ্ছা প্রিয় কবি।
দেশপ্রেম এবং মাতৃভাষা প্রেমের অপূর্ব শ্রদ্ধাঞ্জলি! দুর্দান্ত নান্দনিক উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বেশ ভালো লাগলো।
শুভ কামনা
একুশ নিয়ে অসাধারন একটি কবিতা। অনেক ভালো লেগেছে। শুভ কামনা রইলো
একুশ তুমি যা গিয়েছো বলে;
করে যেন প্রাণ সেগুলো গহীন থেকে ভালবেসে!
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.