যেমন তোমার জীবন দর্শন
তেমন তোমার শিখন অর্জন।
অটল ইমান, অগাধ ভক্তি
অশেষ মা তোর মনের শক্তি।
যেমন তোমার জীবন দর্শন
তেমন তোমার শিখন অর্জন।
অটল ইমান, অগাধ ভক্তি
অশেষ মা তোর মনের শক্তি।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩১টি মন্তব্য এসেছে।
সত্যই অসাধারণ লেখনিতে মুগ্ধ প্রিয় সম্মানিত কবি!!
চমৎকার অনুভূতির অপূর্ব ভাবনাতে বুনা মায়া জ্বালে মমতাময়ী মায়ের আদরের গন্ধ যেন ছড়িয়ে রয়েছে চার লাইনের কবিতাটিতে। অভিভূত ও মুগ্ধ। খুব ভাল লাগা রইল। আমীন।।
নান্দনিক অনুভূতির বেশ মনোহর একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। শুভ কামনা অবিরাম
মা এই এক অক্ষর এর শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি সমাহিত।। অনবদ্য অনুভব ও তার প্রকাশ।। শুভেচ্ছা অবিরত প্রিয় কবি।।
অসাধারণ ছন্দে অনবদ্য ভাবনার বহিঃপ্রকাশ প্রিয় কবি
অনন্য সুন্দর লেখনী।
বিকল্পহীন পরম আপন মা।
অসাধারণ কাব্যিকতা ও উদ্দীপ্ত অনুভব।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি ।
ভালো থাকুন সতত কামনা করি ।
বাঃ, মায়ের বন্দনা ছোট্ট করে।
অনেক শুভেচ্ছা রইল কবি।
অতুলনীয় কাব্য শৈলী
মা ছোট্ট একটা অক্ষর কিন্তু বিশালতা অসীম। আপনার ছোটো কবিতা তবু ভাবনার গভীরতা অতুলনীয়। মুঠো ভরে মুগ্ধতা নিয়ে গেলাম প্রিয় কবি। হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সতত।
অনুভূতির অনন্য বহিঃপ্রকাশ ছোট্র কবিতায়।
শুভেচ্ছা সতত প্রিয় কবি।
এক মা সন্তান প্রসবিনী, এক মা ধরিত্রী , উভয়েই ধৈর্য্যে, গুণে বিশ্বজয়ী ।
মনোমুগ্ধকর সুন্দর মানবতাবাদী কাব্য , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
মা কে নিয়ে দারুণ আবেগময় জীবনমুখী প্রেমময় অণু কবিতা , ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
বাহ্! মায়ের প্রতি অপূর্ব শ্রদ্ধাঞ্জলি! মায়ের শক্তি দর্শন এবং ভক্তির প্রতি বিশ্বাস রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগায়! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
J Jon diwas bipothgami ruddo karar ontorale/ j jon bijon gohin bone brithai rodon songopone/pay ki dhora dharti vumi kirti ki aar omor tar/ sotek glani joray jibon- har toh tothay manobotar........... (Patna,bihar a hotel a bose likhchi p.kobi, mobile a bangla front pari na). Vab gamvirje opurbo sundar likhechen p.kobi. suvkamna roilo.
মনোমুগ্ধকর রচনাশৈলী।
এ যেনো এক দক্ষ কারিগরের সুনিপুণ হাতের মহা সৃজন।অনন্য শব্দ সংযোজনে প্রতিটি পংক্তি মধুময় হয়ে উঠেছে।
পাঠে মুগ্ধতা রেখে গেলাম একরাģ
কবি কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌹🌹🌹
চিরন্তন সত্য। চমৎকার উপস্থাপন।আপনাকে ধন্যবাদ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.