মহাপ্রলয়ের আগে
একটি বিমল শুভ্র বর্ষা দিয়ে,
পৃথিবীর দেহ থেকে মুছে দিও,
মানব পাপের কালো দাগ।
মহাপ্রলয়ের আগে
একটি বিমল শুভ্র বর্ষা দিয়ে,
পৃথিবীর দেহ থেকে মুছে দিও,
মানব পাপের কালো দাগ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩০টি মন্তব্য এসেছে।
সুন্দর আশাবাদী কাব্যকথা ভালো লাগলো। শুভকামনা চারুলতা শাহানারা মশিউর।
সুন্দর আন্তরিক বাঞ্ছা প্রিয় কবি।
বিশ্বাস করি পবিত্র ভূমি
ফের পবিত্র না হওয়া পর্যন্ত মহাপ্রলয় আসবে না।
অশেষ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
জগৎ তরে আদর্শ জীবন চিন্তন ,
মঙ্গল তরে সদা আকিঞ্চন ।
প্রবুদ্ধ প্রিয় কবিকে শুভকামনা , শুভেচ্ছা ,ভাল থাকুন সদা ।
খুবই সুন্দর!
খুব গভীর অনুধাবন।। অসাধারণ অনুভব আর চমৎকার অনুভূতির ছোঁয়ায় অনন্য সুন্দর এক কাব্যিক প্রকাশ।। ভীষণ ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
চমৎকার আবেগময় ধর্মীয় অনুধাবন।
অনবদ্য অনুভূতির ছোঁয়ায় মনোময় উপস্থাপনা।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অবিরত।
তাই হোক, সুন্দর হোক জীবন।
অনন্য অনুভূতির আকুতি। মুগ্ধতার সাথে হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
চমৎকার অনুভূতি জাগানো ধর্মীয় কবিতা।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
অনবদ্য কবিতা
অনন্য ।।
আল্লাহ যেন কবুল করেন আপনার প্রার্থনা।
আল্লাহ আপনার মঙল করুন।
চমৎকার ধর্মীয় ভাবনার বিবিধ অনু কবিতা , ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
মানুষ যদি নাই থাকে কালো দাগ মুছে দিয়ে কী হবে প্রিয় কবি?! এই বিশ্বের চৌকস বিজ্ঞানীদের কল্যাণে অচিরেই সব ধ্বংস হয়ে যাবে! আমরা উপরে গিয়ে বিজ্ঞানীদের নিয়ে গর্ব করব! অল্পকথায় গভীর ভাবনার অসাধারণ উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
Sanjay Karmakar
· 5cJ69u0gupo2stf nrg8owd ·
বিসর্জনের বাদ্য যেদিন
বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
কেউ রবেনা আপন পর।
বহ্নি শিখা হিংসা দ্বেষের
বাষ্প বিষে মলিন ধরা
রুধির নদে বইছে হেথায়
নাই রে আজি মনোহরা।
অন্ধকূপের আঁধার দেশে
নাই রে মতি প্রেমের গান
আজব ধরা বুঝলি না কেউ
রইলি হয়ে শয়তান।
হৃদ প্রদেশে উপচে তিনি
দিলেন কতই মুক্তো হীরে
বৃথাই সব ওই তার সে পরম
রইলো সে ধন নতই শিরে।
ওরে, বিসর্জনের বাদ্য যেদিন
বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
কেউ রবেনা আপন পর।
কাঁদছে সে ভূম প্রেমের লাগি
মন খুলে তাই আয় রে সবে
ব্যথার সে বীণ বোঝ রে অবুঝ
প্রেম মিলে দে আজকে ভবে।
অপূর্ব সুন্দর নিবেদন। আপনার সুন্দর লেখায় উদ্বুদ্ধ হয়ে লেখাটি এখনই লিখে বাংলা কবিতা ভারতে পোষ্ট ও করে দিলাম প্রিয় কবি। অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।
সোনার তরী পাপের বোঝা
বুঝতে পারা নয় যে সোজা
তবুও চলছে খোঁজা।
সময় এলেই ডুববে তরী
পাপের বুঝায় গেছে ভরি
কেন আর জড়িয়ে ধরি?
খুঁজতে খুঁজতে চাই বুঝতে,
দায়, দায়িত্ব, সবই মিথ্যে,
ধরার এই ছোট্ট বৃত্তে।
যারা পাপের বোঝা বাড়িয়ে গেল
আপন সুখে ধ্বংস হলো;
আর নির্দোষ ও শাস্তি পেল।
বিচার কোথায়? সে কি ব্যথায়?
না সবকিছু থাকে প্রথায়?
গাথার গাথা থাকে গাথায়।
প্রশ্ন আসে মনে ভাসে
ভাবি - যে সকল নাশে
সত্যিই কি সে আছে?
অন্ধবিশ্বাস আনছে ত্রাস
কেমনে হবে তাহারা হ্রাস
বাস্তবে না ফেললে শ্বাস।
আমরা শুধু কেঁদেই মরি
ওই অতীতকে সত্য ধরি;
কে আল্লাহ আর কেইবা হরি?
কেমনে তাহার বিচার করি।
শুভেচ্ছা চিরন্তন।
ভালো থাকবেন সব সময়।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.