তোমার, নিবিড় চাহনি মৌনতা আর
আমার আঁখিতে আঁকা ছবি একাকার।
একের মাঝেতে এক দেখিয়েছে পথ
যে পথে এসেছে তোমার প্রেমের রথ।
পানির পিয়াসা হলে মিটে যায় জলে,
প্রেমের তৃষাটা বেড়ে বড় তৃষা ফলে।
অবনীর শোভা, সবিতার প্রভা এসে
বিমল প্রেমের সুর সাধে ভালোবেসে।
দুজনের দুটি মন, মিলে গেছে বেশ
এ প্রেমের শুরু আছে নেই তাঁর শেষ!