রিক্ত হস্তে বিত্তবান কেমনে তুমি হও,
হাজার দুঃখ লুকিয়ে কেমনে সুখী রও?
ঠোঁটের কোণে কেমনে রাখো সদা স্বচ্ছ হাসি,
বদনেতে কেমনে মাখো দীপ্তি রাশি রাশি?
মনোমাঝে কেমনে আসে অবিরত শান্তি,
ভাবনাগুলো কেমনে কাটে চারপাশের ভ্রান্তি?
তুষ্ট থাকো তৃপ্ত থাকো কেমনে সারাবেলা,
কিছুই না পেয়ে কেমনে পেয়ে যাও মেলা?
এই ভবে কেমনে তুমি এত ব্যতিক্রম,
দূর করো কেমনে শত, দূষণ ও ভ্রম?