শর্ত পূরণ করতে পারিনি তাই
বালির সঙ্গে পানি মিশিয়ে নিষ্ফল খেলা খেলে যাই।


যদি জানতে, এই শহরেই আছি
তুমি আসতে একরাশ করুণা নিয়ে!
আমি তা চাই না,
চাইবো না কোনদিন।
রিক্ত হাত, সিক্ত নয়ন ওরা থাকুক বিশুদ্ধ।


বেকারত্বের আগুনে পোড়া আমার রক্তমাংসের ছাইগুলো
স্বচ্ছ কাঁচের পাত্রে ভরে পাঠিয়ে দেবো,
তোমার কাছে।
বাইরে থেকেই দেখতে পাবে,
বাঁচতে চেয়ে, মরেছি আমি কেমন করে!