হাতের কাছে চাঁদ এসেছে
রাতটি শুধুই আমার!
স্বর্ণঝরা সময়ের আবেশে আবিষ্ট আমি ।
অপূর্ব কিছু মুহূর্ত গেঁথে নিলাম, জীবন সুতোয় ।
মন চায় তারে বারেবারে
তবু ছোঁব না, নিজেকে ধোব আঁখি জলে।
চার দেয়ালের ঘরে চাঁদকে রাখি কী করে?
রিটার্ন টিকিট কেটে দিলাম
ফিরে যাও
তুমি ছাড়া জোছনাহারা হবে পৃথিবী!
যাবার বেলায় একটি সুমিষ্ট ফল উপহার, খেয়ে নিও পথে।
মেঘের খামে চিঠি পাবে;
দূর থেকে প্রতিক্ষণে পাবে আমার অনুপ্রেরণা ।