হিসেবের ঘরে বসে
শুধু অঙ্ক কষে কষে, চাই না হারাতে;
সুষম সুখের ধারা।


স্বার্থপর, শব্দটিকে নিয়ত নিক্ষেপ করি,
রাস্তার ওপারে ডাস্টবিনে।
দুমুখোদের একটি মুখ রেখে
অন্যটিতে করি সিল গালা!


অন্তরে অন্তরে বুকের বন্দরে
ফেলে যাই মানবতার নোঙর।
ভালোবাসা, শব্দে শব্দে নয়
প্রকাশিত হয় নিঃশব্দে নিঃস্বার্থে।


প্রতিদিন ভোরে, অন্তরের দোরে
স্বাগত জানাই,
কোমল আলোর ফেরিওয়ালাকে!