দিবাস্বপ্নের হয়রানিতে
ভ্রান্ত তুমি ক্লান্ত তুমি!
নদী ভরা জল, তরু ভরা ফল
তবু মরুভূমির মতো,
তৃষ্ণাটা রয়েই গেলো বুকে।
যোগ ভাগ বিয়োগ পূরণ
কিছুই না বুঝে;
সারাটি জীবন শিখেছ অসার সমীকরণ।
ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হবার বিজ্ঞপ্তি
প্রদর্শিত হচ্ছে-
নজরে কি একটুও আসে না?