আমার একলা ঘরের একা মেঝে,
একা থাকার অভ্যেস গড়ি।
আমার একলা শুয়ে একা জাগার দামে
তুমি ভালো থেকো সুন্দরী।


থৈ না-পাওয়া অথৈ পথে
আজ ভাসি, ডুবি - হাত-পা ছুড়ি।
আমার ক্লান্ত মনের শ্রান্ত খাতায়
তুমি ভালো থেকো সুন্দরী।


গন্ধ পাওয়া স্বপ্নগুলো, হায়!
এখন নিজের কাছেই করছি ফেরি।
দুধে-ভাতে সন্তানদের নিয়ে
তুমি ভালো থেকো সুন্দরী।


সবার জন্য সবার সাথে,
হ্যাঁ, একাই চলার পণ করি।
আমার উদাসীন নি:সঙ্গতার দিব্বি
তুমি ভালো থেকো সুন্দরী।


স্মৃতির খরচে স্মৃতি জমিয়ে
রোজই জীবন ভাঙ্গি, জীবন গড়ি।
আমার না-খাওয়া শেষ চুমুর দাবি
তুমি ভালো থাকবে সুন্দরী।