ছন্দ আজি রুদ্ধ কারা
বন্ধ দ্বার খোল,
গাছের পাতায় বৃষ্টি
হয়ে শুধু ঝমঝমিয়ে বলো।


সবুজ ক্ষেতে ঢেউ তুলে
কুঁড়ির ভেঙ্গে সুপ্তি,
নদীর স্রোতের গতি
নিয়ে মোহনায় পাও মুক্তি।


কখনো বা মধ্যলয়ে
বাইয়ে নিয়ে ভেলা,
সমীর সঙ্গে দুলকি চালে
পার করো এ শুখা কালবেলা।


আর যদি থমকে পড়ো
নাই পাও সঙ্গী,
ভক্ত হয়ে রপ্ত কোরো
আমার পিয়ার চলন-ভঙ্গি।