তুমি এলে, যত স্বপ্নে রঙ নিয়ে এলে;
আনাচে কানাচে ছুঁলে পরে উপচে পড়ল
ভালোবাসা; পাপড়ি ডানা মেললো; শিশিরের
গন্ধ এসে লাগল নাকে – দিগন্ত বিস্তৃত
অপার বিস্ময় …


আর যাওয়ার অতল আকস্মিকতায়
নীল হল রাঙামাটির রক্তিম লাল
রাস্তা; ভিজল শিশির-মাখানো প্রান্তর – পড়ে
রইল স্তব্ধ হাহাকারী অসীম শূন্যতা।


ফের তুমি এলে
অনুনাদের অস্থিরতায় কাঁপতে লাগল
পৃথিবী; লবণহ্রদের নোনা পথে পড়ল
আদিরসের ভূমিকাটুকু।


এবার সহসা তুমি গেলে
প্রেম অমরত্ব লাভ করল।