দশমাস দশদিন ধরে
আদরে আগলে রাখা নরম সুরক্ষিত ওম-মাখা দৃঢ় কোটরটা।
বাইরের সংগ্রামে হতে হবে পেশ তাই রসদ জোগান জঠরটা,
আজ ভঙ্গুরপ্রায়; পলেস্তারা বিগত ফাটা কোঁচকানো কোটর-গা -


সবি প্রোজেস্টেরন আর নাকি অনুচর ইস্ট্রোজেনের রূঢ় খেলা।


আলগা হচ্ছে মূল মাটি থেকে ধীরে ধীরে আর
স্থির ভাবে ভেদ করে অলিন্দ ও নিলয় ক্রমে
ক্রমে ছড়িয়ে পড়ছে পাঁজরের আনাচে কানাচে।


একটু একটু করে চিরন্তনের পথে চলেছে মা-গাছেরা।