বন্দর আমি...সবাই ব্যস্ত যেখানে,
নোঙর ফেলে কত নৌকায়
একাকী খালি কস্ট সেখানে।
নিস্তব্ধতায় শুধু দেখে যাই,
চেনা অচেনা যেন সমমুখ
আমি আজও মাতাল হয়ে তাই,
কত নতুন পুরানো না পাওয়া সুখ।


ক্ষনিকেরই যদি বাধঁন বাধবে,
কেন তবে এত মোহের পশ্রয়?
এত কেন তবে ভালোবাসাবে,
মিথ্যা যখন এ পোতাশ্রয়!?


ভুলিনি তো আমি সেই কালো রাত
লাল আকাশ আর ঢেউয়ের সংলাপ;
আগলেছি নৌকা রেখে হাতেহাত
চলে গেলে অযুহাতের প্রলাপ।


তবে নতুন নোঙর আরও নতুন আশা
বাচঁতে সেখায় তবু বারবার
কত কালো ঢেউএ টলমলে ভাসা
যেন কারোর পট্টন আরও একবার।


চাওয়া একটাই আবদারে বলি,
শুধু প্রয়োজনে না কাছে এসে
ভালোবাসা বাঁধুক জমাট পলি
স্থায়ী নোঙর হোক শুধু ভালোবাসে।