আমার আমি


                 সাজিদ সুমন


অনেক কিছু বদলে গেল এই জীবনের সাথে,
তবু আমি কাঁদছি কেন একা একা রাতে।
ছোট বেলায় ছাড়তে হলো নিজের সোনার দেশ,
ওপাড় থেকে ভাবছে  সবাই আমি আসি বেশ।
মা বলে মনটা খারাপ করিস না তুই খোকা,
বিদেশ গিয়ে হয়ে গেছিস বড্ড বেশী বোকা।
যেই মানুষ টি বেসে ছিল আমায় অনেক ভালো,
তার ঘরে আজ অন্ন মানুষ ঝকঝকে আলো।
আমি কাঁদি একা বসে পাইনা তো কোন কূল,
মাঝে মাঝে  ভাবনা আসে সব ছিল কি ভুল।
বন্ধু আমায় যখন সাহেব বলে ডাকে,
তখন আমি হেঁসে ফেলি সব কষ্টেরি পাকে।
স্ক্যাপে,ঈমো, অনলই চলছে আজ তো বেশ,
দুঃখ হয় এইতো ভেবে আবেগ তো সব শেষ।
ছোট বেলায় পড়ে ছিলাম অর্থ নাকি অন অর্থের মুল, বড় হয়ে দেখলাম সবকিছুই যে ভুল।
মাঝে মাঝে  মনে পড়ে আমার ছোট বেলায়,
হরেক রকম আনন্দ আর ছোট খাট খেলা।
মা বলে আদর করে আয়রে বাবা ফিরে,
বেলায় শেষে সব পাখি আসে যে ফিরে নীড়ে ।
ছোট বেলায় পরেছিলাম ফটিক নামের গল্পও,
বুজিনি তো ফটিক হবো বয়স ছিল অল্প।