আকাশ জুড়ে মেঘ করেছে
দুধের সরের মতো সাদা।
পিকাসো তোমারি ছবি আঁকলেন
সূর্যের ক্যনভাসে। ওখানে ক্রমশ
মমি   কিংবা ফসিল হবে।
শুভ্র মেঘে তোমায় এঁকেছি
শরৎ দুপুরে। মোনালিসার অধিক রহস্যতিত তুমি।
এমন সরালি মেঘে ক্ষীণকাল
সূর্য রাত্রিতে আবেশিত হলে-
তুমি হারিয়ে যাবে, অচেনা নক্ষত্রের সাথে।
আমি দীপ্তিময় সূর্য হয়ে অপেক্ষিত হবো
শরৎ হেমন্ত বসন্তীরঙ দুপুরে।।