তোমাকে এক ফালি চাঁদ
যেন মেঘ কিম্বা কুয়াশাছন্ন দেখেছিলাম।
ছোট্ট কুঁড়ি, ফুটবে কি ফুটবে?
অতি ক্ষুদ্র ভ্রুণ, ক্ষীণ আশা
কবে কখন আসবে, আসবে?


সেই তুমি
এখন আকাশ ভরা চন্দ্র কানন
লাল নীল সাদা রক্তাভ গোলাপ
কন্যা, নারীজাতির প্রতিনিধিরূপ।