কারা যেন আগুন এবং আলো জ্বেলে
অদৃশ্যে আছে।
একটু নিকটবর্তী হতেই শুধালো,
কোন পথে এসেছো?
দক্ষিণ- ডান দিক হতে ।
সৌভাগ্যবান তুমি, আলোকিত হও ।
ঐ রূপালী চাদর, সোনালী পান পাত্র তোমার।


আর একজন আগন্তুক -
ভীষণ উদভ্রান্ত, কদাকার।
এখনও তারা দৃশ্যহীন, জিজ্ঞেেস করে -
পথের নিশানা বলো : উত্তর, দক্ষিন?
বিষাদিত কন্ঠে, দ্যাখোনা উত্তরের ধুলো
আমার দু'চোখে, বামে'র অন্ধকার পথে।


হতভাগ্য তুমি, আগুনে প্রবেশ করো
ঐ উত্তপ্ত বসন, বিস্বাদ পানাহার তোমার।