(এক)
নিজ অনলে
পোড়ালে আপনারি দেহ মাটি!
জলে ডুবালে তোমার দশটি দালান কোঠা
হায়রে অভাগা ওই জল তোমারই ।
কোন উচাটন বায়ুতে
উড়ে যায় তোমার বৃত্তে ঘেরা
লাল হলুদ সবুজ সাদা কালো
সত্তুর হাজার শক্ত সোনার দূর্গ ঘাটি।


(দুই)
ঘুমালে আঁখি জাগে আমার সাথে
নিশি রাত জেগে থাকি
মম দুঃখ বেদনার আঁচল তলে ।


(তিন)
আজ ফাগুন
মাটির সেতারে ধ্রুপদী বাসন্তী রং
বসন্ত দিন, ঝরা পাতার গান
অতৃপ্ত দুপুরে স্মৃতির স্রোতে
লাবণ্যের বসন্তী কন্ঠে রবি ঠাকুরের গান।