করোনা ফের দিচ্ছে উঁকি
লকডাউনে সব ডাউন,
ডাক্তার, উকিল, সবাই ঘরে
বের হলেই করবে খুন।


জীবন ঝুঁকি মাথায় রেখে
তড়িগড়ি ছুটছে ম্যাম,
হস্পিটালে রোগী কাতরায়
পুলিশ রোডে করলো জ্যাম।


এইযে ম্যাডাম যাচ্ছেন কোথায়
আইডি কার্ডটা দেখান না!
আমি তো ভাই মানব সেবক
গাউন দেখেও চিনেন না?


গাউন ফাউন রাখেন ম্যাডাম
আঈনে আপনি বাধা,
(কী!) তুই বেটা কে দেখে নিবো
আস্ত হারামযাদা।


সাংবাদিকটা বড্ড পাজি
মুখের সামনে ধরে নাল,
পুলিশরে কয়, শুনছেন নাকি?
আপনাদেরকে দিচ্ছে গাল।


মুক্তিযোদ্ধার মেয়ে আমি
আঈনে আমার কীসের ডর?
রাস্তা ছেড়ে সরবি নইলে
চোয়াল জুড়ে মারবো চর।


আমার বাবাও মুক্তিযোদ্ধা
শক্তি কিন্তু অল্প না,
গালি দিয়ে পালিয়ে যাবেন
এটা নিছক কল্পনা।


এসব দেখে পথ শিশুটা
বোস্তা রেখে কিনারায়,
পথচারীদের ডেকে এনে
বলছে চুপি ইশারায়।


একি কান্ড! ঐ দেখেন ভাই,
পুলিশ ডাক্তার করছে কী!!
নিভু চিতায় আগুন দেখে
সাংবাদিক ভাই ঢালছে ঘী।



পুনশ্চ; সম্প্রতি একজন মহিলা ডাক্তার ও পুলিশের মাঝে ঘটে যাওয়া ভাইরাল চিত্রের অবলকনে কবিতাটি লেখা হয়েছে।


22-04-21 রোজ বৃহস্পতিবার। সাভার, ঢাকা।