অবিশ্রান্ত রাত্রের স্থির জিজ্ঞাসা,
সন্তর করি করি কত আশা।
প্রান্তর বদলে উঠে বনের সন্ধানে,
মায়া রাঙিয়ে যুগান্তর আনে।
ভাসিয়ে দাও মুক্তি মুক্ত শরীরকে,
নদীর অগ্র প্রবাহের দিকে।
নষ্ট আনিস খবর,নাই মনবর,
করলেও এ জগৎ, করলেও প‍র।
রব নব ঘুমায়ে হেথায় নিরালয়,
আখিঁ জলে বলে,করি হায়।
গলাগলি কর বটে কনক কালে,
হারাল যোজ্ঞাগার ,এ কেমন ছলে।
না জানি নিরালয়,জুড়েছি ক্লেশ,
সে বলে আমি না হয় আছি বেশ।
জুড়িল সবই,দেখে যায় জগৎ,
চেয়ে রয় সকল আদি আদি সৎ।
বিস্তর সার,নিয়ে পাহাড় কোলে,
মিশে যায় গরীব নানা কোলাহলে।
মেঘ পানে বলে আখিঁ লাল,
এ নয় এল যেন কেমন অকাল।
সবে বলে,'যাও,উঠো ভাসাও,
চেয়ে বসি সকলে নিজেকে হারাও।'