রাখালের দেশে কালো সূর্যের রাত!
দিবস লুকায়ে চাঁদ আসে –
পৃথিবীর ছাদে তাই নিরুৎসাহিত নিষিদ্ধ শাদা মানুষের ভিড়।
গোবি আজ মরুগাছের গাভীন!
রহস্য প্রসব যন্ত্রণায় শুয়ে আছে হিমালয়ের কোলে –
প্রাণঘাতী অলীক বালি সাগরের ভয়ে!
সহস্র সবুজের দেশে শস্য কোথায়?
আবছায়া বালি-সমুদ্র এর চাদরে মোড়া –
লাল ভোঁতা শাসনের কূলে!
– আমি তিব্বত!


বায়ুরাস্তায় চাকা লুকায়ে গাড়ি যদি না দেয় পাড়ি!
কার দোষে পোতালা আঁচল?
উকুন যদি হয় খিদে – খেতে দাও রাখাল-রাখালীদের।


আমি তিব্বত – আমি হিমালয়ের উত্তর।