আগুনকুড়োনি ঘাটে
পাশাপাশি অনামি নক্ষত্রেরা চেয়ে আছে শঙ্খ জ্বেলে;
একচিলতে সন্ধ্যের রোদ্দুরে
ধিক ধিক করে জ্বলছে
আরও কয়েকটি অল্প বয়সী তারা।
ডোমদাসীকে শুকনো কাঠের বিছানা সাজাতে দেখে
ডিজেলের স্টিমার শিস দিতে দিতে
আগুন কুড়োতে আসে এই ঘাটে।
আজ তোমার আগুনের সাথে ফুলশয্যা…


একটু দূরেই ঠোঁট বুজে হেসে হেসে
হেঁটে চলে যায় কয়েকটি ভবিষ্যতের উল্কাপিণ্ড।