আলো জ্বেলে আছে ঝিনুকের মরা খোল
ফাঁকি দীপ্তির সেই দিকে
যেখানে চাঁদের পিঠে চড়ে মরীচিকার বৃষ্টিতে ভেজা শরীর
গা ধুয়ে নেয় আগুন জ্বালিয়ে।


মরা গাছের ডালে নীল-ভুতের আলো নিভে আসে
একটু অন্ধকার হলেই;
যদিও আজ অর্ধেক জোছনার রাত।


পোড়া কাঠের কয়লায় ফটিকের ছিটের আঁচ লেগে আছে এখনও!
শুকনো মাঠের ‘পরে মাছির দল ভন ভন করে চাঁটতে আসে –
আধা সেদ্ধ রক্তের ঝোল।


নাক বরারর ইটের পাঠশালার দালানে দাঁড়িয়ে দ্যাখে এই সবকিছু –
এক বধির পুরোহিত আর এক বোবা মৌলবি!