(তসলিমা নাসরিন এঁর প্রতি)


যদি আরও কয়েকটা বছর বাঁচি
হয়ত পৌঁছে যাব তোমার কোনও নতুন সৌধস্থলে!
সেখানে তোমার অভিনব পাথরের মুখটি
আরও একবার নয় দেখে নেব ধুলো ঝেড়ে।


যদি আরও কয়েকটা বছর বাঁচি
হয়ত হেঁটে হেঁটে, হাঁটা পথেই পেয়ে যাব
তোমার আরও অনেক খোদাইয়ের পাদদেশ
আর তার পাশের কিছুটা ছায়া!
সেখানে কিছুক্ষণ জিরোবো,
তারপর নয় আবারও হাঁটবো।


যদি এরপরও…
আরও কয়েকটা বছর বাঁচি
হয়ত আমিও ক্লান্ত হব! হব পরিশ্রান্ত অথবা অবসন্ন!
বয়সও হবে রোগ হেতু শয্যাগত!


সেদিন নয় তোমরাও এসো সৌধস্থলে অথবা পাদদেশে!


“মানুষ তো অসুখ দেখতেও আসে”!