একুশ বছর আট মাস বারো দিন,
চলিয়া গিয়েছিলে তুমি
আমার জনমের প্রাক-কালে, কাল বিলম্বে
বসিয়া না থেকে প্রতীক্ষায়, আমারে একাকী করে!


কাল ক্ষেপনে পাই নি তোমায় মূর্তরূপে -
অধিগম্যে, প্রতিমুখে!
রহিয়াছো শুধুই কালপুরুষের গাঢ় অন্ধকারে,
অনু রাতে আমার চোখে, হৃদয় কোঠরে –
নক্ষত্রের আলোক রেখায়, ঠাহরে।


পূর্ণতার মান খুঁজিয়াছি তাই নীরস কালির দোঁয়াতে,
নির্জিত বুকের ভেতর, না পাওয়া ভাগের
শুকনো যত মনের পাতাতে –
খুঁজে চলিয়াছি তোমাতে, নয় অধুনাতন -
আগামী দিনের ইতিহাসে।