মাটি কেইটে খেতি হয় গো বাবু ওদের।
একসো দিনের কাজের মজুরি পাইবেক লাই
তাই বুঝি
পঙ্গুদাদো, ভয়দাদো, বুদ্দি দিদিমারা বইলচে –
হাঁসখালির জন্যে হাঁটবেক লাই। কোনঅক কাণ্ড লাই বটে!
গাঁয়ের হারামি ছেলে গুলা ছুটতে ছুটতে
তিরিক তিরিক কইরে দুমড়াইয়ে মুচড়াইয়ে ঢুকাইয়ে চিবলে খাইমচে
ধেথুরে মাইরে দিলঅ মায়েডা রে আমার!
ওরা বলইচে –
কোনঅক কাণ্ড লাই বটে!
রাইতে শুশানে পুড়ায়ে ধুইয়ে মুইচে
ক্যারেক দুলায়ে সাফ কইরে দিলঅ সবকিচু!
মায়েডার পুড়া মুখডারেও দ্যাখবার পাইলাম নাই শেইষ বারে!
বিয়ানে বিয়ানে কাগজওয়ালা টিভিওয়ালা
হামলিয়ে পইড়লো কুঁড়াঘরডার উঠানে খবর বিকরি কোরবার লাগে!
কলিকাতা পানে সহুর বইলচে –
মায়েডা নাকি আমার প্রেগোনেনট ছিলঅ বটে…
কোনঅক কাণ্ড লাই বটে…
ল্যাতা গুলার তবে কি দোষ লাই গো বাবু?
ধরমনাশ কইরলো মারে ফ্যালাইলো পুড়াইয়ে দিলঅ –
দোষ লাই গো?
কোনঅক কাণ্ড লাই বটে?
বাবুগো লিখবেক দুই কলম মোর মায়েডার জইন্যে?
ভিন ভিন করে উঠচে মাথাডা বড়ো মোর
মনডা ভারী হুদহুদাই করে উঠচে
ফুরফুরিক্কারে শ্বাস বুঝে আসচে
ধজ ধজ করে পরিবত্তনের ব্যামো তে
মাইরি টিকতে লাগবঅ বাবুগো – ই সমাজে!