ফুল কহে, ওরে ও ভাই পাখি বসো কেন আমার গাছে?
বাঁধিতে বাসা, পৃথিবীতে জায়গা কি কম আছে!
মুচকি হাসিয়া কহে পাখি, যদি না বাঁধি বাসা এই ডালে,
সমস্ত ফল, সে যে যাইবে বিফলে।

গাছ কহে, ওরে ফুল ওরে ও ভাই পাখি,
কিছু নাহি আপন বলিয়া, স্বার্থ ফুরালে সকলে যায় চলিয়া।
মিছে কেন করিছ ঝগড়া, ষোল আনাই যে ফাঁকি।

শুনিয়া কহে পাখি, দিন শেষে আমিই তো আসি নীড়ে
আপন হইলেও আপনার ফুল, চিনিতে করিছ বড় ভুল।
একবার ঝরিয়া পড়িলে, সে কি আর কভু ফেরে?