মানুষ মনে রাখে না কিছু,
বর্তমানে যা ঘটে সেটাই প্রকাশ পায়,
অতীতের সমস্ত স্মৃতিকে ফেলে দিয়ে পিছু।
দুঃখ-কষ্ট সব অনায়াসে ভুলে যায়।


যার ভাঙে মন, ব্যথায় বুক ছিড়ে,
নিঃশব্দে বহে চলে নদীর মতো,
চেষ্টা করেও শত" ভুলিতে না পারে।
হঠাৎ ধরা দেয় এসে স্মৃতি, অতীতের সব ক্ষত।


হৃদয়ে জমে থাকা প্রেম অশ্রু হয়ে ঝরে,
কেন দেখা দাও এসে ক্ষণিকের তরে।
যাবেই যদি চলে আমাকে ফেলে দূরদেশে,
তবে কেন বার বার কাঁদাও ফিরে এসে।


তোমায় দেখিয়া দুই নয়নে সব যাই ভুলে,
কোথা ছিলাম, কোথা আছি, ছুটতে থাকি
পাগলের মতো একুল থেকে ওইকুলে।