আমি এক পশলা বৃষ্টি চাই-
যা সিক্ত করবে এই শুস্ক লাবন্যহীন ভূবন
জলজ বাতাসের শীতলতায় জাগবে শিহরণ
গাছপালা ও তরুলতায় হবে প্রাণ সঞ্চারন।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা ভাসিয়ে নেবে ধরনীর যতসব আবর্জনা
প্রকৃতির শাখায় শাখায় আসবে নব ব্যঞ্জনা
মন বীণায় বাজবে জাগরণী সুরের মূর্ছনা।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা নিভিয়ে দেবে দানবীয় ক্রোধের আগুন
সৃষ্টি হবে মানব মনে মানবিকতার ফাগুন
কর্ণ কুহরে বাজবে আবার প্রশান্তির গুনগুন।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা পিপাসা মিটাবে তৃষ্ণার্ত যুদ্ধাহত শিশুর
প্রতিবাদের ভেলা ভাসাবে বঞ্চিত ঐ কিশোর
থামিয়ে দেবে নির্যাতিত মানুষের কান্নার সুর।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা মিটিয়ে দেবে বারুদের ঝাঁঝালো গন্ধ
সকল যুদ্ধ জাহাজের পথ করে দেবে রুদ্ধ
যুদ্ধবাজ শাসকদের বিবেক করবে পরিশুদ্ধ।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা প্লাবিত করবে সকল মানুষের হৃদয়
মনুষ্যত্ব আর মানবতা বোধ হবে উদয়
মানুষের তরে মানুষের দৃষ্টি হবে সদয়।


আমি এক পশলা বৃষ্টি চাই-
যা মুছে দেবে বিভাজনের সকল সীমান্ত
উন্মুক্ত হবে নতুন পৃথিবী গড়ার দিগন্ত
অশান্তির অনল নিভে গিয়ে হবে প্রশান্ত।