এই পৃথিবীর উল্লেখযোগ্য কেউ আমি নই, নই কোন মস্তবড় মানুষ
আটশ কোটি মানবসন্তানের মাঝে অধম আমি, অযোগ্য এক ফানুস!
নামের আগে পরে নেই কোন পদবী, না আছে অর্থ-কড়ি, যশ-খ্যাতি
বলার মতো গল্পও আমার নেই, আছে কেবল শারীরিক কিছু ব্যাধি।
ধরনী তলে আমি করিনি কারো উপকার, আসিনি কারো কোন কাজে
শত চেষ্টায়ও জ্বালাতে পারিনি এতটুকুন আলো কোন সাঁঝে।
কারো মুখে ফোটাতে পারিনি প্রশান্তির এক চিলতে হাসি
জীবনের কঠিন উপন্যাস যেন প্রবাসের এই বালুকারাশি।
পারিনি শোধিতে আমি জগত-সংসারের কোন দেনা
নিজেকেও অনেক সময় নিজের কাছে লাগে অচেনা,
আদায় করিতে পারিনি কোন হক সেই মহান স্রষ্টার
রয়ে গেছে আপন কাঁধে সৃষ্টিরও হাজার দায়ভার।
পরিবার-পরিজন তথা অধীনস্থ আছে যত আপনজন
সকলের কাছে তাই হয়ে আছি আজ বিরাগভাজন।
না জানি কীভাবে দিব হিসেব আমি, কাটালাম কীভাবে বেলা
চলিনি তোমার দেয়া বিধান মতে প্রভু, নিত্য করেছি যে হেলা,
নিজের প্রতি করেছি শত অবিচার, গড়েছি পাপের অট্রালিকা
লাল-কালির দাগে তাই ভরে গেছে আমলের দেয়ালিকা।
ওগো প্রভু দয়াময় করে দিও ক্ষমা, খুলিও না হিসেবের খাতা
রহমতের ফল্গুধারায় সিক্ত করিও আমার আমলনামার পাতা।
##