ফিরে এসো যুবক তুমি অনুপম আলোকময় ভূবনে
সফলতার স্বর্নালী সূর্য লুটিয়ে পড়বে তোমার চরণে।
ঝড়-ঝঞ্ঝা, বাধা-বিপত্তি অনেক আসবে চলার পথে
পায়ে ঠেলে সবকিছু চলতে হবে তোমাকে লক্ষ্য মতে।
তীব্র স্রোতেও তুমি উজানে কাটবে সাঁতার অবিরত
লক্ষ্যে তুমি অটুট, আসুক সম্মুখে চড়াই-উতরাই যত।
ইভটিজিং, ইয়াবা, মাদকের নেশায় হবেনা তুমি মত্ত
নষ্ট রাজনীতির কলুষ ফাঁদে পড়ে হবেনা কভু উন্মত্ত।
প্রথা ভাঙ্গার দুঃসাহসিক অভিযানের নেতৃত্ব দিবে তুমি
তোমার প্রজ্ঞাময় তেজদ্বীপ্ত ভাষনে কেঁপে উঠবে ভূমি।
সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মান্ধতা হতে পারেনা তোমার দর্শন
আর্তমানবতার সেবায় তুমি ঝরাবে মানবতার বর্ষণ।
তোমার প্রতিভার স্ফুরণে পৃথিবী পাবে নব আবিস্কার
তুমি শোষণহীন, মানবিক এক পৃথিবী গড়ার রূপকার।
উশৃঙ্খলতা নয়, উদ্যম-উচ্ছলতায় হবে তুমি উজ্জীবিত
তোমার সত্যাশ্রয়ী জীবনবোধে চারপাশ হবে সুবাসিত।
অত্যাচারের বিরুদ্ধে বাজাবে প্রতিবাদের বজ্র বিষাণ
অশান্ত পৃথিবীতে উড়াবে তুমি অমীয় শান্তির নিশান।
##