সংসার মাঝে কে আছে এমন যোদ্ধা
আমার মায়ের মতো,
শত প্রতিকূলতায় ধরে হাল সংসারের
সয়ে যায় যাতনা যত।


সংসার সম্রাজ্য চালাও তুমি শক্ত হাতে
নাওনি কখনো বিশ্রাম,
কোনদিন হয়নি কভু দায়িত্বের হেরফের
ঝরিয়েছ গায়ের ঘাম।


শত সীমাবদ্ধতায়ও লড়েছ তুমি একা
দেখিনি কভু ক্লান্তির রেশ,
তুমি শিখিয়েছ সংসার সমরের কৌশল
ঘটিয়েছো চেতনার উন্মেষ।


রোগে-শোকে, সুদিন-দূর্দিনে হারোনি তুমি
দমেনি কভু তোমার উদ্যোম,
অনন্য সাহসী যোদ্ধা হয়ে লড়েছ নিত্য
আচ্ছন্ন করেনি ক্লান্তির ঘুম।


অন্যের তরে দিয়েছ আপন স্বার্থের সব
ভাবোনি কভু নিজের তরে,
নিজ হাতে দিয়েছে খাবার অন্যের মুখে
বিলিয়েছ সব উজাড় করে।


কত নির্ঘূম রাত কাটিয়েছ তুমি একা
সয়েছে আরো শত বঞ্চনা,
তবু হাল ছাড়োনি, লড়ে গেছ আজীবন
জগত মাঝে তুমি অনন্যা।


শত রোগ-ব্যাধি করেছ লালন শরীরে
তবু চাওনি সেবা তুমি,
স্নেহ-মমতা আর অতুল্য ভালোবাসায়
পূর্ণ তোমার হৃদয় ভূমি।


কার আছে সাধ্য মাগো শোধিবে ঋন
দেবে তোমায় প্রতিদান,
সৃষ্টির মাঝে নেই কিছু তুল্য তোমার
সবার উচ্চে তোমার স্থান।
##