চিত্তকে ভৃত্য করে নৃত্য করি সারাক্ষণ
বিত্ত-বৈভরের তরে ঘুরে ফিরি অনুক্ষণ,
রুদ্ধ স্বকীয়তা আর চেতনার শর্তহীন নির্বাসন
একেই বলে পরবাস, একেই বলে আত্মসমর্পণ!


সুখের মিথ্যে ফাঁদে শান্তির অগণনীয় প্রহর
আদেশ-নির্দেশে ভোতা হয়ে গেছে কর্ণকুহর,
’ভালো আছি’ নাটকের কৃত্রিম হাসির উপঢৌকন
সন্তুষ্ট রাখে দেশের অর্থনীতি আর পরিজন।
##