যদি কখনো বিরহী বাঁশি সুর তোলে প্রাণে
তাকিয়ে দেখো দিগন্তহীন দূর নীল গগনে
ভাসছি আমি একাকী মেঘের ভেলা হয়ে
চাইলেই বৃষ্টি কণা হয়ে দেবো তোমায় ছুঁয়ে।


অচেনা কোন ছায়া যদি চুমে তোমার কায়া
স্বাপ্নিক আবেশে বিলিয়ে দিও হেয়ালি মায়া
নির্ঘূম রাতে স্মৃতির আলপনা দেয় যদি যন্ত্রণা
ভেবে নিও একজন বসে আছে হয়ে আনমনা।