আমার কিছু কষ্ট আছে নেবে নাকি কেউ
কষ্টগুলো হৃদয় মাঝে খেলে শুধু ঢেউ
লাল-নীল কষ্ট আছে হাত বাড়িয়ে দেখো
পেতে পারো একটু খানি পাশে যদি থাকো।


ভেলা করে কষ্টগুলো নিয়ে যাবো ভবের হাটে
সওদা করতে আসো যদি দেবো তোমার হাতে
কিছু কষ্ট অনেক দামী চাইনা দিতে কভু
যতন করে রাখতে চাই শক্তি দিও প্রভু।


হরেক রকম কষ্ট নিয়ে বেঁচে থাকি আমি
কিছু তাদের পর্বত সম কিছু বহতা নদী
কিছু কষ্ট কাঁদায় শুধু কিছু যোগায় শক্তি
কিছু আবার প্রকাশ করে নানান অভিব্যক্তি।


শীতের দিনে কষ্টগুলো শিশির হয়ে ঝরে
বর্ষাকালে বারি হয়ে আসে আমার কাছে
রৌদ্র তাপে তপ্ত করে গ্রীষ্ম যখন আসে
শান্ত সুবোধ কষ্টগুলো ধরা দেয় বসন্তে।