আজকাল শূণ্যতা বেশ ভালো লাগে
ভালো লাগে নিকষ কালো অন্ধকার।
পিনপতন নিরবতায় নিগূঢ় অমানিশায়
বসে থাকি একা একা প্রশান্তির প্রত্যাশায়।
তিমির রাত্রিতে ইচ্ছে করে সাতার কাটি
অন্ধকারের বিস্তীর্ণ গহীন সমুদ্রে,
সম্পর্কের চেনা গলি পথ বেয়ে।
বাস্তবতার মরুতে স্বার্থের চোরাবালি
জীবন চলার পথে করে মিশ্র মিতালি,
আমি চলে যাই সম্মুখে দূরে বহুদূরে
মিশে যায় দিগন্তহীন অন্ধকার প্রান্তরে।