নিরলস দূর্ভাবনায় কেটে যায় জীবনের ক্ষণ
সুখগুলি সব পড়ে থাকে আক্ষেপের খাঁচায়
বেদনার বর্ণমালা হয়ে ওঠে বাস্তবতার উপাখ্যান।
সীমাহীন যন্ত্রনায় ভেঙ্গে যায় বুকের পাঁজর
সমবেদনার কিছু শব্দমালা পাই উপহার,
কষ্টরা মুখ টিপে হাসে উপহাসের হাসি
বড় হতে থাকে অবহেলা আর বঞ্চনার স্তুপ
জানিনা কখন হবে শেষ এই অবিনাশী খেলা
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দুলে জীবন ভেলা।