রাস্তার ধারে ক্ষুধার্ত মানব শিশুটি
তিনদিন ধরে পায়নি খেতে ভাত-রুটি
কেঁদে বলে হাতে নিয়ে একখানা বাটি
ছিন্ন বসনে বসে আছে নিচে তপ্ত মাটি।


আমরা পথচারী না দেখার ভান করি
দিতে যদি হয় পকেট থেকে কানা-কড়ি
যদি দেখি চলছে কেউ নিয়ে সাদা ছড়ি
কেন দিইনা রাস্তা পার করে হাতটি ধরি।


চলার পথে যদি দেখি কাউকে বিপদগ্রস্থ
সাহায্য করতে হইনা মোরা ব্যতিব্যস্ত
মানবতার সূর্য ধীরে ধীরে যাচ্ছে অস্ত
মনুষ্যত্ব হারিয়ে মোরা করছি বরণ পশুত্ব।


হৃদয়ে সহমর্মীতার দীপ আজ নিভু নিভু
কে হবে তবে নিগৃহীত মানবতার প্রতিভূ
এমন তো হওয়ার ছিলনা কথা কভু
জাগ্রত করো বিবেক মোদের হে প্রভু।