মনটাকে অনেক করে বলি
চল সৎ পথে চলি,
মন আমার বড়ই দুষ্ট
সহজে হয়না তুষ্ঠ।


ভালো খারাপ সবার সাথে
সব সময় সন্ধি পাতে,
মনটাকে যতই করি বারণ
দুষ্টের তবু করে লালন।


মনকে রাখলে করে করায়ত্ত
ভালো কাজে হবে সমর্থ,
মনের কথায় নিত্য দিলে সায়
বিবেক বুদ্ধি পাবেনা ঠাঁই।


মনের আছে অসীম শক্তি
মনে-মনে দ্বিধা-বিভক্তি
মন যদি হয় কলুষিত
জীবন হয় কলংকিত।