উত্তাল তরঙ্গে ভেসে চলে জীবন নামক তরী
নিরুদ্দেশ যাত্রায় কত স্মৃতিমালা করি ফেরী!
কবি হয়ে লিখি কবিতা স্মৃতির পাতা ভরে
মুছে যাবে একদিন সব গন্তব্যের হাত ধরে।
পরকে আপন ভেবে সত্যকে ঠেলে দিই দূরে
আপন ঠিকানা ভুলে গিয়ে থাকি পরের ঘরে,
অনির্দিষ্ট এক সময়ের তরে করি কত কল্পনা
মনের আকাশে নিত্য সাজাই রঙিন আলপনা!
খড় কুড়ো আঁকড়ে ধরে বাঁচার কত আয়োজন
সব কিছু মিথ্যে হবে ফুরাবে একদিন প্রয়োজন,
কীসের তরে কোন আশাতে উড়াই রঙিন ঘুড়ি
সূতো ছিড়ে সবাইকে যেতে হবে আপন বাড়ি!