বুকেতে সাহস আর উদ্যম নিয়ে
শোনায় তারা মুক্তির আহবান,
নির্ভীক চিত্তে সত্য ভাষনে
ছড়িয়ে দেয় তারুণ্যের জয়গান।


অন্যায়ের আস্ফালন রুখে দিয়ে
করে অত্যাচারের দাফন,
তারুন্যের প্রাণে তুলে ঝংকার
ন্যায়কে করে আপন।


তুফানের বেগে ছুটে চলে
থামানোর সাধ্য কার,
তারুন্যের ক্ষীপ্রতায় করে চুরমার
সম্মুখে আসে যত বাঁধার পাহাড়।


শির নত করে চলেনা কভু
এইতো তরুণ্যের অহংকার,
দিতে যদি হয় দেয় প্রাণ
জালিমের তরে ছাড়ে হুঙ্কার।