স্বপ্নরা কল্পনার খাঁচায় পড়ে থাকবে আজীবন
অবহেলায়, অযত্নে আর অনাদরে
কেউ দেখবেনা আলতো করে ছুঁয়ে
কারো আবেশে জেগে উঠবেনা আমার স্বপ্নের সুপ্ত ডানা
অবহেলার আস্তরনে দিন দিন তলিয়ে যাবে
বাস্তবতা থেকে সরে যাবে যোজন যোজন দূরে।
স্বপ্নগুলো অলীক নয়, আহামরিও কোন কিছু নয়, তবু……
সাহস করে আসবেনা কেউ বাস্তবতার কূলে টেনে নিতে
অভিমানে, অপমানে যেদিন স্বপ্নরা মুখ লুকাবে দিগন্তহীন অসীমের বুকে
সেদিন হয়তো আসবে কেউ অতি সন্তর্পণে
হন্য হয়ে খুঁজবে আমার স্বপ্নগুলোকে বাস্তবতার আঁচলে জড়াতে
কিন্তু হাত ফসকে বেরিয়ে যাওয়া সময়কে কী আলিঙ্গন করা যায়!