মাগো আমি যে তোর এক অযোগ্য সন্তান
তোরই আঁচল তলে একদা ছিল যার স্থান
কোলে পিঠে মানুষ করে ঠেলে দিলি দূরে
নিত্য তাই অশ্রু আমার চিবুক বেয়ে ঝরে।


শিক্ষা দীক্ষায় যোগ্য করে কেন করলি মানুষ
কোন অপরাধে পরবাসী, কী ছিল মোর দোষ!
মুয়াজ্জিনের চেনা সুর আর কাক ডাকা ভোর
নেই যে কিছু এসব আছে শুধু শূণ্যতা মরুর।


লাল সবুজের জমিতে মোর হলোনা যে ঠাঁই
স্বপ্নরা অনাদরে পড়ে থাকে ধূসর বালুকায়
তোর বুকে আজ কত জনে কত কিছু করে
আমায় কেন বুকের মাঝে রাখলিনা মা ধরে।


সবাই যদি বাঁচতে পারে তোরই সুধা গন্ধে
পরভূমে আমি কেন জ্বলি প্রেম-বিরহের দ্বন্ধে
পরবাসে পরভাষায় কাটে যে মোর সারাটিক্ষণ
নিজস্বতার নেই যে বালাই দগ্ধ হয় অন্তঃকরণ।


বহুদূরে থেকেও আমি সিক্ত তোরই স্নেহজলে
ধন্য হবো পাই যদি ঠাঁই মা তোর চরণতলে
নাড়ির এই বন্ধন মাগো নয়তো কিছুর তুল্য
কী দিয়ে যে মা দেব তোর ভালোবাসার মূল্য!