ঈদুল আযহা এলো আজ
দুয়ারে সবার
হৃদয় মাঝে আনতে হবে
ত্যাগের জোয়ার।


পশুর গলায় চুরি দিলেই
হয়ে যায়না কুরবানি
মনের মাঝে গাঁথতে হবে
কুরবানির মর্মবাণী।


অন্তরে আছে যত গ্লানি
দিতে হবে বিসর্জন
কুরবানির মাহাত্ম্য যদি
করতে চাও অর্জন।


হিংসা বিদ্বেষ রিয়া যদি
থাকে কারো অন্তরে
পশুর সাথে দাও কুরবান
শুদ্ধ করো মনটারে।


সৃষ্টি হয়ে স্রষ্টার তরে
বিলিয়ে দিতে প্রাণ
নিত্য প্রস্তুত থাকলে পরে
সার্থক হবে কুরবান।