প্রভু মোদের দান করেছেন
অপরূপ এক দেশ,
নদী-মাতৃক, সবুজ বনানী
দেখতে লাগে বেশ।


দূর পাহাড়ের চূড়া হতে
নামে ঝর্ণা ধারা,
আকাশ নীলে মিট মিটিয়ে
জ্বলে লক্ষ তারা।


নদীর বুকে ডিঙি নৌকা
পাল তুলে চলে,
রাত্রি বেলা চাঁদের আলো
পড়ে গলে গলে।


ছোট বড় শত পাহাড়
চা বাগানে ঘেরা,
সুফলা এই শোভা দেখে
যায়না চোখ ফেরা।


মাঠের পরে ফসল হাসে
রাখাল বাজায় বাঁশি,
গাঁয়ের মাঠে খেলে শিশু
মুখে বেজায় হাসি।


পাখ-পাখালির কল-কাকলী
সুর তোলে প্রাণে,
রূপের রাণী সবুজ বনানী
সদা আমায় টানে।